স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে: আইন উপদেষ্টা

স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, কিছু অভিযোগ আছে, সরকারি কৌঁসুলিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হয়, তার কারণে অনেক সময় নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন না। রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন।

আমাদেরকে এই সমস্যা থেকে বের হতে হলে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে আইন তৈরির কাজ শুরু করা হয়েছে। এক মাসের মধ্যে এটি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।

উপদেষ্টা আসিফ নজরুল জানান, ৩৬ ধরনের কাগজপত্র আইন মন্ত্রণালয় সত্যায়ন করে। গত ১৩ ডিসেম্বর থেকে এগুলো অনলাইনে করা হচ্ছে।