ফল আমদানির উপর আরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

আসন্ন পবিত্র রমজানে ধর্মপ্রাণ মুসলমানেরা রোজা রেখে সাধারণত ফল দিয়ে ইফতার করতে স্বাচ্ছন্দ বোধ করে। কিন্তু এনবিআর গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে ফল আমদানির উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে।

আজ এক সংবাদ সম্মেলনে ফল ব্যবসায়ীরা বলেন, আমদানির উপর আগে থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক, কাস্টম শুল্ক ২৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ এবং ভ্যাট ১৫ শতাংশ দিয়ে আসছে ব্যবসায়ীরা।

আবার নতুন করে ১০ শতাংশ সম্পূরক শুল্ক বৃদ্ধি কোনো ভাবেই কাম্য নয়। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে ৪ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে বাংলাদেশের সকল স্থল ও নৌ-বন্দর হতে আমদানিকৃত তাজাফল খালাস করা বন্ধ থাকবে।

বর্তমানে আমদানিকারকগণ, ব্যাবসায়ী ও ভোক্তা বর্ধিত শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ফল সংগঠনের নেতারা।

আজ ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার এসোসিয়েশন।