
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ হাসিনামুক্ত হওয়ার পর মানুষের যে প্রত্যাশা ছিল, নির্বিঘ্নে, মানুষ বসবাস করবে। লুটেরাদের হাত থেকে দেশ রক্ষা পাবে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। প্রশাসন মানুষকে সহায়তা করবে।
কিন্তু, গত ৬ মাসে বাংলাদেশ যেভাবে চলেছে, যেভাবে এগোচ্ছে, ক্রমেই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না। এই ষড়যন্ত্রের জাল ছিঁড়তে হলে দরকার নির্বাচিত সরকার।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী চালকদলের এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, বাজার ব্যবস্থায় যে সিন্ডিকেট শেখ হাসিনার সময় নিয়ন্ত্রণ করত, প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছিল, এখনও বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় এই অন্তর্বর্তী সরকারকে বলব- দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করুন। যাতে করে সীমিত আয়ের মানুষ জীবন-যাপন করতে পারে। সেই পদক্ষেপ নিন।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে পারে, কেননা তাদের সাথে জনগণের ভোটের সমর্থন থাকে। তাই দ্রুত নির্বাচন দিয়ে মানুষের পক্ষে কাজ করার সুযোগ দিন।