
বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ শেখ -এর সন্তান সুমন শেখ (২৬) -এর বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করেছে ছিনতাইকারীরা। রাজধানীর আদাবরে দিনেদুপুরে এই ঘটনা ঘটে।
আমার কাছে থাকা ১৫ হাজার টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। পরে ওই এলাকার লিটনের সহযোগিতায় হাসপাতালে আসি বলে জানান আহত সুমন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে আসা ওই যুবকের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আহত সুমনের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার। তার বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ শেখ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে আদাবর ১০ নম্বর রোড বালুরমাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বিকেল ৪টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারী মো. লিটন মিয়া।