
ভারতের আনন্দবাজার পত্রিকা অপমানজনক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে।
এদেশের সেনাবাহিনী নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রচারিত রিপোর্ট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আমরা দেখেছি যখনই যাই হোক চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী নিয়ে পশ্চিমবাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ তাদের পছন্দমত যে সরকারটি ছিল সেটি নেই। তারা এক ধরনের মনোবেদনায় ভুগছেন যার কারণে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’