
জনপ্রশাসন সংস্কার কমিশন, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না রেখে জুডিশিয়াল সার্ভিসের মতো আলাদা করার সুপারিশ করছে। প্রশাসন ক্যাডারের জন্য বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে তাদের জন্য পদগুলো মাঠ প্রশাসনে সীমাবদ্ধ থাকবে।
প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ পদ প্রশাসন থেকে এবং বাকী ৫০ শতাংশ পদ অন্যান্য ক্যাডার ও নন-ক্যাডার থেকে পরীক্ষার মাধ্যমে নেওয়ার সুপারিশ করছে কমিশন।
অন্যদিকে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার ও নন–ক্যাডার থেকে ৫০ শতাংশ নেওয়ার সুপারিশ করছে কমিশন। বর্তমানে উপসচিব পদে পরীক্ষা ছাড়াই প্রশাসন থেকে ৭৫ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ পদোন্নতি হয়।
বিসিএস ক্যাডার পদে যোগদানের পদ ষষ্ঠ গ্রেড করা, শূন্য পদের বাইরে পদোন্নতি না দিতে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত) পদ বন্ধ করার সুপারিশ করছে।
উপসচিব পর্যায়ে গাড়ির ঋণসুবিধা বাতিল করা, মন্ত্রণালয়ের সংখ্যা কমানোর সুপারিশও থাকবে বলে জানিয়েছেন কমিশনের একজন সদস্য।
আজ বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন।