
নওগাঁর মান্দায় বিলের কুয়া থেকে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা জামরুল ইসলাম ওরফে জামু (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার পর চাচা পলাতক রয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ দিকে উপজেলার কালিকাপুর ইউপির চক-মানিক গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত জামরুল উপজেলার চক-মানিক গ্রামের হাসান আলীর ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন, নিহতের চাচা আবুল হোসেন (৬০) ও তার ছেলে আব্দুল মতন (৩৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চক মানিক বিলের একটি কুয়া থেকে মাছ মারাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইয়ের মারপিট এবং লাঠির আঘাতে ঘটনাস্থলেই ভাতিজা নিহত হয়েছেন। ভাতিজা জামরুল নিহত হলে চাচা আবুল হোসেন পালিয়ে যায়। এসময় তার ছেলে অভিযুক্ত আব্দুল মতিন পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে তাকে আটক করে। আটকের পর আব্দুল মতিনকে পুলিশের হাতে তুলে দেয় । আব্দুল মতিন উপসহকারি কৃষি কর্মকর্তা পদে চাকরি করেন।স্থানীয় এলাকাবাসী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।