
গত আওয়ামী সরকারের অন্যায়, অবিচার, নির্যাতন ও ঘুমের বিরুদ্ধে গ্রাফিতি গুরুত্বপূর্ণ । গত সাড়ে পনেরো বছরের নির্যাতন ও নিপীড়নের চিত্র আমরা গবেষণার মাধ্যমে তুলে ধরবো। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার করতে হবে। গত ৯ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত যত হত্যা, ঘুম, নির্যাতন ও নিপীড়ন হয়েছে সব লিপিবদ্ধ করতে হবে।
আজ জাতীয় প্রেসক্লাবে গ্রাফিতি প্রকাশনা উৎসব অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জি এম রাজিব হোসেনের চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে লেখা ‘দ্রোহের গ্রাফিতি’ প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও স্বাগত বক্তব্য রাখেন বাসস -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। এছাড়া বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, প্রফেসর ইউনূস সবাইকে শান্ত থাকতে বলেছেন। গত সাড়ে পনেরো বছরের মতো আগামী ১৫ বছরও আমাদের সংগ্রাম করতে হবে, যেন কোনমতে স্বৈরাচার আর ফিরে আসতে না পারে।
এখনো আওয়ামী লীগ ন্যারেটিভ প্রচার করতেছে, তিন হাজার পুলিশ মারা গেছে, প্রফেসর ইউনূস জঙ্গি এবং তার চারপাশে জঙ্গিরা আছে, এটা অভ্যুত্থান না। এইসব বিদেশিদের বুঝাচ্ছে তারা। এই ন্যারেটিভ ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ৭৪ এর দুর্ভিক্ষ নিয়ে কোনো লেখক কেন লিখে নাই। যে আফতাব আহমেদ দুর্ভিক্ষের সময়ের বাসন্তীর ছবি তুলেছেন, তিনি রহস্যজনকভাবে মারা গেছেন, কেউ তদন্ত করে নাই।