
দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত ১৫৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী আট মাস থেকে বেতন পাচ্ছেন না। এমনকি স্বাস্থ্য অধিদপ্তর বেতন দেওয়ার চেষ্টা করছে না বলে অভিযোগ করছে ভুক্তভোগীরা। বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলনের মূল প্রতিবেদনে বলা হয়, এসব কেন্দ্রে মাত্র ১০ টাকার বিনিময়ে একাধিক বিশেষায়িত সেবা পায় শিশুরা। গত ১৫ বছরেরও বেশি সময়ে এসব কেন্দ্র থেকে ২ লাখ ৫২ হাজার ৬০০ শিশু চিকিৎসা পেয়েছে। অথচ এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরতরা আট মাস ধরে বেতন না পেয়ে জীবনযাপন করছেন।
ডেভেলপমেন্টাল থেরাপিস্ট মেরিনা লতিফ বলেন, এটি স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্টের অপারেশন প্ল্যানের অধীনে। সরকার পরিবর্তনের পর বর্তমানে স্বাস্থ্যসেবার অধীনে সমস্ত অপারেশন প্ল্যান স্থগিত আছে। এটা এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনেক মিটিং হচ্ছে। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে এখানে এসেছি।