ইন্সপেক্টর আকরাম আলী’র অপ্রত্যাশিত বদলি, জনগনের মধ্যে চরম ক্ষোভ


রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর আকরাম আলীকে অপ্রত্যাশিতভাবে প্রশাসনিক কারণ দেখিয়ে রাজশাহী রিজার্ভ ফোর্স (আর.আর.এফ) রাজশাহীতে সংযুক্ত করা হয়েছে। দুই ঘন্টা সময়ের ব্যবধানে জরুরী ভিত্তিতে তাকে এমন আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন হাটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্র এলাকার পাঁচ ইউনিয়নের সুশীল সমাজ ব্যাক্তিবর্গ।
সরকার পতনের পর থানা বা পুলিশ তদন্ত কেন্দ্রে কোন পুলিশ কর্মস্থলে যোগদান না করলেও আকরাম আলী ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ও জনগনের সেবা দিয়েছেন।
তিনি যোগদানের পর থেকেই অত্যন্ত দক্ষতার সাথে মাদক,চোরাকারবারি, মদ, গাঁজা, হিরোইন সেবনকারী এবং ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এলাকায় অনেকটাই স্বস্তি ফিরিয়ে আসেন বলেন জানান তিনি।

যোগদানের পর পরই তার নভেম্বর ও ডিসেম্বর ২৪ মাসের সাফল্যের পরিসংখ্যানে দেখা গেছে, তিনি প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণে চোলাইমদ, গাজা, হেরোইন, ইয়াবা, চোরাই মোটরসাইকেল, প্রাইভেট কার গাড়ি সহ বিপুল পরিমানে নগদ টাকা উদ্ধার করেন তিনি।
তার সাফল্যের পরিসংখ্যানে দেখা গেছে জেলা পুলিশ তাকে পরপর দুইবার শ্রেষ্ঠ আইসি হিসেবে পুরস্কার প্রদান করেন।

কিন্তু গত ১৫ ই ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় কেশবপুর রাজশাহী থেকে জরুরী ভিত্তিতে একটি বদলির অফিস আদেশ পাঠানো হয়।
এসব বিষয়ে ইন্সপেক্টর আকরাম আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অনুমান করছি আমার বিরুদ্ধে আমার প্রশাসনে উপর মহলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয় নিয়ে এলাকার সুধীজনদের সাথে কথা বললে তারা বলেন,আকরাম আলী একজন সৎ,দক্ষ, কর্মচারীদের ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন।

চাকুরী জীবনের পরিসংখ্যান দেখে জানা যায় তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে যোগদান করে সুনামের সাথে চাকরি করে আসছেন এবং ২০১৭ সালে ইন্সপেক্টর হওয়ার পর হতে অদ্যবধি পর্যন্ত তাকে ওসি হিসেবে পদোন্নতি হয় নাই। এতে করে চরমভাবে বৈষম্যের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন আইসি আকরাম আলী। তাকে স্বপদে বহাল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।কারন তিনি নিজেকে নির্দোশ বলে নিজেকে দাবি করেন এবং স্বপদে বহাল করার জন্য জোর দাবি করেন অত্র এলাকার জনসাধারন।