
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে চন্দননগর সরকারি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনজুম হোসেন পাভেল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক জাকারিয়া হোসেন সহ উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেত্রীবৃন্দরা।