
সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১৯৫২ সালের একুশের চেতনা ধারণ করে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস দেখতে চাই না। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতেয় ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদীয় আসন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতেয় ইসলামী পুঠিয়া উপজেলা শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে শনিবার(২২ফেব্রুয়ারি) সকাল ০৯:৩০ ঘটিকার সময় পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজের শ্রেণীকক্ষে একটি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়েত ইসলামী, পুঠিয়া উপজেলা শাখা আমির মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে¡ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী, রাজশাহী জেলা সহকারী সেক্রেটারী মোঃ আবুল হাসান, অধ্যাক্ষ মিনহাজ ইসলাম ছাড়াও উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে বেলা ১১:১০ ঘটিকার সময় শেষ হয়।