ঢাকা, ধানমন্ডির শংকর এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীদল মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার মসজিদে মাইক দিয়ে ঘোষণা করে হয়-এলাকায় সন্ত্রাসী প্রবেশ করেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শংকর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের এক গ্রুপ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়।
এলাকাবাসীরা জানান, গ্রুপ টি আশপাশের ব্যাবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা তাড়াহুড়া করে দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যায়। প্রায় পাঁচ-দশ মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে।এমন ঘটনায় স্থানীয়রা মসজিদের মাইকে সতর্ক বার্তা প্রচার করেন। তবে কোথাও কোনো হামলা বা কাউকে আঘাতের খবর পাওয়া যায়নি। অস্ত্রধারীরা কিছুক্ষণ অবস্থান করার পর রায়ের বাজারের দিকে চলে যায় বলে জানিয়ছেন এলাকাবাসী । উক্ত ঘটনা হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মোহাম্মদপুরের দিক থেকে আসা অস্ত্রধারী ১০-১২ জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা মাইকিং শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে দুষ্কৃতিকারীদের পরিচয় জানা যায়নি। তবে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল । এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এলাকাবাসী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।