আত্মপ্রকাশ হতে যাচ্ছে জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলের ঘোষণা দেওয়া হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘আমরা বিশ্বাস করি, হাজারো শহীদের জীবনের ওপরে, প্রায় অর্ধ লক্ষ ভাই-বোনের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ।
আগামীর প্রজন্মের কাছে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ভবনের সামনে এই দলের আত্মপ্রকাশ হবে।