
নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ৭৭তম জন্মদিন উদযাপন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও মান্দা উপজেলা শাখার আহ্বায়ক জননেতা মোঃ আলতাফ হোসেন মণ্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী পার্টির সভাপতি আব্দুল্লাহ মাহফুজ, যুব সংগতির সভাপতি শহিদুল ইসলাম, ছাত্র সমাজের সভাপতি জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির নেতা হাফিজুর রহমান এবং মহিলা পার্টির নেত্রী শাপলা খানম।
আলোচনায় বক্তারা জাতীয় পার্টির আদর্শ ও জি এম কাদেরের নেতৃত্বে দেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।