২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৫০ হাজার শ্রমিক কর্মচারী ছিলো। বর্তমানে আছে ৪২ হাজার। লক্ষ্য করলাম শ্রম উপদেষ্টা মহোদয় জানুয়ারির শেষ সপ্তাহের দুই সংবাদ সম্মেলনে শ্রমিক সংখ্যা বিষয়ে দুই রকম তথ্য দিয়েছেন। একবার সংবাদ সম্মেলনে বলেছেন বেক্সিমকোতে ৩০ হাজার শ্রমিক আছে।

এর কয়েকদিন পরে সংবাদ সম্মেলনে বললেন, বেক্সিমকোতে ২৭হাজার শ্রমিক কর্মচারী আছে। এতে শ্রমিক কর্মচারীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। তারা ভয় পেয়ে ভাবছেন, একটা বিপুল অংশের শ্রমিকদের কিছুই দেয়া হবে না।

আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু এই বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, আমরা দেখলাম যে সরকার পক্ষ শ্রমিকদের উত্থাপিত তিনটি দাবির মধ্যে ১টি দাবি মেনে নিয়েছেন। ২৮ জানুয়ারি শ্রম উপদেষ্টার সংবাদ সম্মেলনের ভিডিওটিতে দেখলাম, তিনি বলছেন শ্রম আইন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকো শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধ করা হবে। তিনি ৬০০ কোটি টাকার কি একটা হিসাব যেন দিলেন। আজ ২৫ শে ফেব্রুয়ারি চলে যাচ্ছে, এখনো শ্রম আইন ও বিধি অনুযায়ী পাওনা পরিশোধের কোন উদ্যোগ দেখছি না সরকারপক্ষের।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি বলেন, সামনে রোজা ও ঈদ। হাজার হাজার শ্রমিক কর্মচারীরা কিভাবে এই দিনগুলো পার করবেন?। সেই উদ্বেগ নিয়েই আজকের এই সংবাদ সম্মেলন করছি। শ্রম উপদেষ্টার প্রতি আবেদন রাখছি আপনার দেয়া প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করুন। এই সংবাদ সম্মেলন থেকে আমরা ৫ দফা দাবি উত্থাপন করছি। সরকার দাবি সমূহ মেনে নেবে এই প্রত্যাশা রাখি।

১. গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা শাখার সভাপতি খোরশেদ আলমসহ বেক্সিমকোর গ্রেফতারকৃত নির্দোষ শ্রমিক কর্মচারীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন।

২. শ্রমিক কর্মচারীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন।

৩. শ্রম আইন অনুযায়ী শ্রমিক কর্মচারীদের সকল পাওনা-ক্ষতিপূরণ অবিলম্বে পরিশোধ করুন।

৪. রমজান মাসে সকল শিল্প এলাকায় বিশেষ ব্যবস্থা করে স্বল্পমূল্যে রেশনিং এর পদক্ষেপ নিন।

৫. রমজানের প্রথম ২০ দিনের মধ্যে দেশের সকল কারখানার শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস পরিশোধ করতে হবে।

শ্রম আইনের নির্দিষ্ট ধারা ও বিধান মতে আমরা শ্রমিকদের পাওনা ও ক্ষতিপূরণ দাবি করছি, দ্রুত পাওনা পরিশোধ করার আহ্বান রাখছি সরকারের প্রতি।