আজ ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ আয়োজিত নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, ধষর্ণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধন শেষে একটি মশাল মিছিল বের হয়। ‘বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই’ ইত্যাদি শ্লোগানে মুখরিত এ মিছিলটি মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে গিয়ে শেষ হয়।