
নওগাঁর মান্দায় সাজ্জাদ হোসেন ওরফে সৈকত (১৮) নামে এক যুবককে বাসা থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ২জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এসময় আরো ২/৩ অপহরণকারী কৌশলে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুমানিক সকাল ৮ টার দিকে উপজেলার সদর ইউপির ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত যুবক উপজেলার ঘাটকৈর গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মন্ডলের ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে, ঘটনার দিন সকাল ৮ টার দিকে ৪/৫ জন অপহরণকারী সৈকতের বাড়ী এসে বলেন, তোমার আব্বা এক্সিডেন্ট করেছে। তোমাকে নিতে আসছি এমন কথা বলে অপহরণকারীরা মোটর সাইকেল যোগে রাজশাহীর দিকে নিয়ে যাচ্ছিলেন। যুবকের সন্দেহ হলে তার বাবা কোথায় জিজ্ঞেসা করলে মুখ চেপে ধরেন।বিষয়টি পুলিশ জানতে পারলে, অপহরণকারীদের পিছনে ধাওয়া করে করে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাজশাহী জেলার মহনপুর উপজেলার হাটরা মোড় নামক স্থান থেকে দুই অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ।