কৃষিপণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহারের জন্য মানববন্ধন

গতকাল বৃহস্পতিবার ঢাকার নবাবপুর, গুলিস্থান ও আলুবাজারে ৪৭টি ব্যাবসায়ি সমিতি যৌথভাবে বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটির ব্যানারে বর্ধিত মূল্য সংযোজন কর প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ব্যাপক ভোগান্তির শিকার হন রাজধানীবাসী।

অর্থবছরের মাঝপথে এসে কৃষিজাত পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত  ডিজেল ইঞ্জিন মোটরপাম্প, অগভীর ও গভীর পাম্প, সাবমারসিবল পাম্প শিল্প-কলকারখানার মেশিনারিজ ও যন্ত্রাংশের ওপর পাঁচগুণ কর ও ভ্যাট বৃদ্ধি করায় আমরা ব্যবসায়ীরা এবং কৃষক সমাজ হতাশ ও উদ্বিগ্ন। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই গত ৯ জানুয়ারি এ কর বৃদ্ধিসংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

তারা বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় আমরা ব্যবসায়ীরা এমনিতেই ব্যাবসা-বাণিজ্য পরিচালনায় হিমশিম খাচ্ছি। এমন অবস্থায় সরকার কর ও ভ্যাট ব্যাপক হারে বৃদ্ধি করায় ব্যাবসা স্থবির হয়ে পড়েছে।

বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটির আহ্বায়ক সহিদুল হক মোল্লা বলেন, যেসব কৃষিপণ্য ভ্যাটমুক্ত ছিল, সেসব পণ্যের বিক্রির ক্ষেত্রে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে আমদানির ক্ষেত্রে অগ্রিম কর পাঁচ শতাংশ থাকার ফলে ব্যবসায়ীদের প্রায় ৪৮৫ শতাংশ অতিরিক্ত ট্রেজারি পেমেন্ট করতে হচ্ছে, যা ভোক্তাদের কাছ থেকে আদায় করা একপ্রকার অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।