নওগাঁর মান্দায় ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন



নওগাঁর মান্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার টিএনটি অফিসের সামনে নায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়।

জানাগেছে, মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার উদ্যোগে সবাই যেন স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় সবজির পাশাপাশি ভোজ্যতেল, আটা, ময়দা, চিনি, সাবান, ছোলা, চাল ও ডাল ইত্যাদি সহজ মূল্যে ক্রয় করতে পারে। এছাড়াও সবাই যেন সহজেই আমিষ গ্রহণ করতে পারে, সেদিকে লক্ষ্যরেখে প্রতি শুক্রবারে গরুর মাংস বিক্রি করা হবে। প্রত্যেকেই সাধ্যনুযায়ী গরুর মাংস ক্রয় করতে পারবেন। ২৫০ গ্রাম থেকে যত বেশি সম্ভব ক্রয় করতে পারবেন প্রত্যেক ভোক্তা।