শিশু আছিয়ার জন্য ছাত্রজনতা, নারী অধিকার আন্দোলন ও মানবাধিকার কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে। তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন।
ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক।ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কথায়, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’
এদিকে অভিনেতা ফারহান আহমেদ জোভান এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’ অভিনেতা ইরফান সাজ্জাদের ভাষ্য, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

তবে আতংকিত হয়েছে দর্শক-শ্রোতারা অভিনেত্রী স্বাগতার পোস্ট থেকে। উদ্বেগের কথাই শোনা গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার কণ্ঠে। অভিনেত্রী জানালেন, তার পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’
অভিনেত্রীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ দেওয়ার স্বাধীনতা আছে।’
সেই মন্তব্যের জবাবে স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে…।’
তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল, তাদের নাম ফাঁস করেননি এই অভিনেত্রী।
কাজের বিনিময়ে, চাকরির বিনিময়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে ও পতারণা করে মেয়েদের সাথে থাকা একধরনের ধর্ষণ। ধর্ষকের কঠোর বিচারের মাধ্যমে সমাজকে রক্ষা করা দরকার। একইভাবে বিয়ে সহজ করে এবং নারীরসঙ্গ সুবিধাজনক করে সমাজের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।