সেবাই কর্ম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩ সালে যাত্রা শুরু করে কালীগঞ্জ থানা প্রেসক্লাব। যাত্রা শুরুর কাল থেকেই সেবা ও গঠনমূলক কর্মকাণ্ড করে আসছে কালীগঞ্জ থানা প্রেসক্লাব। এরই ধারাবাহিকতায় সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহনে সিয়ামের মাসে উদ্যোগ নেওয়া হয় ইফতার মাহফিল। ১৫ই মার্চ শনিবার কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন এর সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে ইফতারের পূর্ব মুহূর্তে কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি, সমাজ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান। কালীগঞ্জ থানা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার সকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মনকির হোসেন, প্রচারণ প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি উজ্জ্বল রায়, কোষাধ্যক্ষ ও দৈনিক মুক্তির সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি বিক্রম চন্দ্র শীল, সদস্য ও দৈনিক সরকার পত্রিকার উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, মাসুম মাসুদ দর্জি, খোরশেদ আলম শেখ, হাবিবুল্লা, নুসরাত জাহান নওরিন সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মোনাজাত শেষে প্রেসক্লাব কর্তৃক ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দ ও উক্ত সংগঠনের সদস্যগণের উপস্থিতিতে সকলে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে এক সাথে ইফতার করেন।
