পাঁচ দিনের ভারত সফরে এলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন


ভারত সফরে এলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। রবিবার(১৬ মার্চ) দুপুরে তিনি দিল্লিতে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস বাঘেল। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে আছেন মন্ত্রী, উদ্যোগপতি, সংবাদকর্মী। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে বৈঠক। ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হবে আলোচনা। সোমবার নতুন দিল্লির রাইসিনা ডায়লগের দশম সংস্করণে বক্তব্য রাখবেন ক্রিস্টোফার লুক্সন। ১৬-২০ মার্চ ভারতে কর্মসূচি রয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের।
প্রধানমন্ত্রী হিসেবে এটি লুক্সনের প্রথম ভারত সফর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনার পাশাপাশি, তিনি ১৭ মার্চ নয়াদিল্লিতে ১০ম রাইসিনা সংলাপের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মূল ভাষণ দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে।