
নওগাঁ মান্দায় সামাজিক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে আসামি ধরতে যায় পুলিশ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে এমন অভিযোগ স্থানীয়দের। এর প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় জনতা।
শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার কুশুম্বা ইউনিয়নের চক কুশুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইমাজউদ্দিন সরদার, জব্বর প্রামানিক, মাজেদ মন্ডল, মোশারফ হোসেন জানান, শুক্রবার চক কুসুম্বা গ্রামের সমাজের খাওয়া-দাওয়ার অনুষ্ঠান ছিল এসময় মান্দা থানার কয়েকজন পুলিশ সদস্য অনুষ্ঠানে হাজির হন পুলিশের উপস্থিতি টের পেয়ে অনুষ্ঠানে থাকা কয়েকজন অপরাধী পালিয়ে যান। এ সময় দাওয়াত খেতে আসা স্থানীয়রাও পুলিশের ভয়ে খাবার রেখে ছোটাছুটি শুরু করেন। এ সময় প্রায় পঞ্চাশ হাজার টাকার রান্না করা খাবার নষ্ট হয়েছে । এতে করে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে থানার সমনে বিক্ষোভ করেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চক কুসুম্বা গ্রামে একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের লোকজন একত্রিত হইয়া একটি নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের ফোর্স পাঠায়। পরবর্তীতে জানিতে পারি যে সেটি একটি সামাজিক অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠান হলেও সেখানে বেশ কিছু অপরাধী উপস্থিত ছিলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায় এ সময় স্থানীয়দের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসীর থানায় এসে বিষয়টি জানার জন্য চেষ্টা করে যে কারা অভিযোগ করেছে বা কার সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়েছে। এই তথ্য জানার জন্য তারা থানায় এসেছেন। পরবর্তীতে তাদের সাথে আলোচনা করে বিষয়টি নিরসন করা হয়েছে।