আজ (শনিবার) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটচোরদের প্রত্যাখ্যান, শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রধান অতিথি বলেন, এক-এগারোর সময়ে যে ষড়যন্ত্র হয়েছিল এখনো আবার সেই ষড়যন্ত্র করতে একটি মহল ব্যাস্ত হয়ে আছে।
তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এতো সংগ্রাম করেছে বিএনপি, তবে এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেন, আওমীলীগতো দুপুরে ভাত না খেয়ে পালিয়েছে, আপনারা যদি নির্বাচন না দিয়ে ক্ষমতা থাকতে পারবেন বলে মনে করেন, তাহলে আপনারা সে সময়টুকু পাবেন না।
তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। তিনি হুশিয়ারি করে বলেন, বিভিন্ন সময়ে যারা বিএনপিকে মাইনাস করে রাজনীতি করতে চেয়েছে, তাদের এক সময় দেশ ছাড়তে হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর সরাফত আলী সপু, আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।