২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩:৩০ ঘটিকায় আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো প্রান্তিক জনকল্যাণ সংস্থার চতুর্থ কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা। সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা লে. জেনারেল (অব.) এস এম মতিউর রহমান।
আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো. আব্দুস সাত্তার, সংস্থার সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ আনওয়ারউজ্জামান, সহসভাপতি খোন্দকার রফিকুল ইসলাম (অতিরিক্ত আইজিপি), সহসভাপতি মহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মোহাম্মদ রুহুল কবির, নির্বাহী সদস্য মো. মকবুল হোসেন মানিক (পরিচালক, বাংলাদেশ ব্যাংক), অর্থ সম্পাদক মো. কামরুজ্জামান মিলন এফসিএ (Head of Finance and Account’s, DBBL)-সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
প্রান্তিক জনকল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। একটি আলোকিত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে লে. জেনারেল (অব:) এস এম মতিউর রহমানের নেতৃত্বে কিছু গুণী মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে এই সংগঠন। সভায় লে. জে. (অব.) মতিউর রহমান বলেন, আলোকিত সমাজ বিনির্মাণে আমাদের চেষ্ট অব্যাহত থাকবে, এবং সবার চেষ্টায় আমরা নিশ্চয়ই সফল হব। এই সংগঠন মূলত অসহায় ও দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। যার অন্যতম হলো প্রান্তিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রয়োজনের সময় সহজ শর্তে কর্জ প্রদান করা। এই কর্জ দেওয়া হয় বিনা জামানত এবং বিনা সুদে।
অসহায় মানুষদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়। এই সংস্থাটি এখন রাজবাড়ী জেলাসহ আরো তিনটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে এবং প্রান্তিক মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে। খুব দ্রুতই এই সংস্থাটির জনকল্যাণমূলক কার্যক্রম দেশে-বিদেশে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।