নিয়ামতপুরে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন

নওগাঁর নিয়ামতপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তাদের সুবিধার কথা ভেবে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নিয়ামতপুর কাঁচা বাজার হাটে মাসব্যাপী ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
উল্লেখ্য ন্যায্যমূল্যের দোকানে সারা রমজান মাসে সোমবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ন্যায্য মূল্যে গরুর মাংস ৬৩০ টাকা কেজি, দুধ ৬০ টাকা কেজি, খেজুর ১৯০ টাকা কেজি, চিনি ১১৪ টাকা কেজি, ডিম ৩৮ টাকা হালি, সয়াবিন তেল ১৬৮ টাকা কেজি, ছোলা ৯২ টাকা কেজি দরে বিক্রি করা হবে।