জামায়াতে ইসলামী আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে: ড. ইলিয়াস মোল্যা

 ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত “সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ই মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে জিলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের  আমীর মাওঃ কামাল হুসাইনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি এস, এম হাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা।

তিনি বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজ ও রাষ্ট্রের দর্পন আয়না, আপনারা আমাদের পাশে থেকে সত্যের পক্ষে কলম চালিয়ে আমাদের কাজে সহযোগিতা করলে আমরা সকলে মিলেই একটি সুন্দর রাষ্ট্র জনগণকে উপহার দিতে পারবো। এসময় প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, সমাজ ও রাষ্ট্রের উন্নতি সাধন, সমাজ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মদ, জুয়া, ব্যভিচার প্রতিরোধ করার জন্য আমরা সর্বদা কাজ করবো। জুলুম, নিপীড়ন, খুন, ধর্ষণ এগুলো সমাজ থেকে নির্মূল করে ইসলামের সুশীতল ছায়াতলে একতাবদ্ধ করতে চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন,  অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপস্হিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পৌর সেক্রেটারি মিকাইল হোসেন কোবাদ, সাংগঠনিক সম্পাদক এস এম রিদওয়ানুন নবী, অর্থ সম্পাদক মাও. আবুল হাসান, শ্রমিক ইউনিয়ন  সভাপতি, এস এম জিয়াউল হাসান, পৌর উলামা বিভাগের সভাপতি মাও. হুসাইন আহমেদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি আব্দুর রহমান, বুড়াইচ ইউনিয়নের সেক্রেটারি মাও. আরিফুজ্জামান, আলফাডাঙ্গা যুব বিভাগের সেক্রেটারি, মাও. ইয়াসিনুর রহমান, পাচুড়িয়া ইউনিয়নের সভাপতি, মাও. নাসির শেখ প্রমুখ।