গত ১২ মার্চ বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিবাদকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে জামায়াত কর্মীদের বেদম প্রহার করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির মাহমুদুল হাসান।
এতে অন্তত ১২/১৫ জন আহত হয়। এ ঘটনায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
আহতদের মধ্যে জামায়াতের দুই কর্মী আসলাম (২৬) এবং হাফিজ উদ্দিনকে (৩৫) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত নেতা সুমন মিয়া বলেন, জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বাহাদুরসাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতারের আগ মুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম ও আকরামসহ ১০-১৫ জন এসে ইফতার মাহফিল করা যাবে না বলে বাধা দেন। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার ফেলে দেন।
পরে জামায়াতের কর্মীরা অন্যস্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে সেখানে অতর্কিত হামলা চালায়। এতে ১৫ জন আহত হন।
ঘটনার বিষয়ে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, জামায়াতের নেতাকর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, রাত ৯টার দিকে জামায়াতের পাঁচ কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার প্রতিবাদে, শুক্রবার জুমার নামাজের পর কালীগঞ্জ সদর উপজেলা হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো: খায়রুল হাসান হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দোষীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, মারামারির ঘটনায় জামায়াত নেতা মো. সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।