বৈষম্যহীন ও যৌনহয়রানি মুক্ত প্রত্যাশা প্রাপ্তি

১১৫তম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে ‘বৈষম্যহীন, সহিংসতাহীন, ও যৌন হয়রানি মুক্ত, প্রত্যাশা প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে নারী কমিটি ওয়ার্কাস রিসোর্স সেন্টার (ডাব্লিউআরসি)।

বাংলাদেশের শ্রমিকদের বিশেষ করে, রেডি-মেড গার্মেন্টস (RMG), নির্মাণ, পরিবহন, পরিষেবা ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা ও ট্রেড ইউনিয়ন সক্ষমতা বৃদ্ধিতে ওয়ার্কার্স রিসোর্স সেন্টার কাজ করছে। ডাব্লিউআরসি শ্রমিকদের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করার প্রত্যয় রাখে, যেখানে শ্রমিকরা তথ্য, শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা এবং অভিযোগ ব্যবস্থাপনার সহায়তা পাবে।

ডাব্লিউআরসি’র লক্ষা ও উদ্দেশ্য হচ্ছে- একটি অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার তৈরি করা, যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। শ্রমিকদের অধিকার সুরক্ষা, ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই ডাব্লিউআরসির মূল লক্ষা।

নারী শ্রমিকদের জন্য ডাব্লিউআরসি -এর কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো-আইনি সহায়তা ও ক্ষমতায়নের জন্য ডাব্লিউআরসি -এর প্যারালিগ্যাল টিম বিনামূল্যে আইনগত পরামর্শ ও সহায়তা প্রদান করা।আইএলও কনভেনশন ১৯০ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সচেতনতা বৃদ্ধি করা।

নেতৃত্ব বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নেতৃত্ব প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা।

নেতৃত্ব উন্নয়ন কর্মশালা, লিডারশিপ স্কিল প্রোগ্রাম আয়োজন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে আইএলও কনভেনশন ১৯০ বাস্তবায়নে প্রশিক্ষণ ও নীতিগত সুপারিশ প্রদান করা।