ফিলিস্তিনে গণহত্যা, ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ


ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগরপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- ভোলা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টায় খলিফা পট্টি মসজিদ গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়৷

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাব হয়ে নতুন বাজার এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

ইসলামী ছাত্র আন্দোলনের ভোলা উপজেলা সভাপতি হুসাইন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পি ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইমদাদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সহসভাপতি এম.আমিনুল ইসলাম, সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আল আমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সভাপতি হাবিবুর রহমান ।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আর্তচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। সকলের উদ্দেশে তারা আরো বলেন আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলেই ভারতীয় ও ইহুদি পণ্য বয়কট করবেন। আমরা কেউ যেন ওদের পণ্য ক্রয় না করি সকলের প্রতি সেই আহ্বান জানান তারা।

সর্বশেষ ফিলিস্তিনে নিপীড়িত মাজলুমদের জন্য দোয়ার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।