ঈদে নতুন কাপড় কেনা হলো না মা-ছেলের

মোটরসাইকেল যোগে মাকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ভাঙ্গায় যাচ্ছিলেন ছেলে সাব্বির আলী(১৮) ও তার মা। রোববার দুপুরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে সলিলদিয়া এলাকায় বালু ভর্তি ড্রাম ট্রাক ও  মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত হয় কলেজ ছাত্র সাব্বির আলী। এসময় গুরুতর আহত হয় তার মা মিমি বেগম। দুর্ঘটনার সংবাদ পেয়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত সাব্বির উপজেলার ছলিলদিয়া গ্রামের শাহ আলমের ছেলে এবং ভাঙ্গা সরকারি কে এম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

এ বিষয় ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবু জাফর জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া এলাকায় একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বিক্ষুব্ধ জনতা বালু ভর্তি ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে সাব্বির নামের এক কলেজ ছাত্র নিহত ও তার মা গুরুত্বর আহত হয়েছে।
আহত কলেজ ছাত্রের মা  মিমি বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। ড্রাম ট্রাকের চালক পালিয়ে গেছে।