শিল্পকলা একাডেমির মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের  ঘোষণা দিয়েছেন  সৈয়দ জামিল আহমেদ। 

আজ (শুক্রবার) সন্ধ্যায় শিল্পকলা  একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে পদত্যাগের কথা সামনে আনেন এই নাট্যব্যক্তিত্ব।

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। পদত্যাগের কথা জানালেন সাড়ে পাঁচ মাসের মাথায়।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’–এর সমাপনীতে মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্যব্যক্তিত্ব।

এই বিষয়ে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকের সামনে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে পদত্যাগপত্র  হাতে পেয়েছি।

সৈয়দ জামিল আহমেদের জন্ম ১৯৫৫ সালে। 

১৯৭৮ সালে নতুনদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন করেন।

১৯৮৯সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ পাশ করেন।

১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন সৈয়দ জামিল আহমেদ।