দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না

বিএনপি গত ১৪ নভেম্বর ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করে একটি অভিজাত হোটেলে। সেমিনারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়া হবে সবাইকে নিয়ে। জনগণের ভোটে ক্ষমতায় আসলে, নতুন কোন স্বৈরাচার তৈরি হবে না বলেও প্রতিশ্রুতি দেন। বলেন, পরপর ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।

দেড় বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব দেয় বিএনপি। যেখানে সংসদ, সংবিধান, বিচার বিভাগসহ রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের জন্য বিস্তারিত তুলে ধরা হয়।

একটা দলীয় সরকার যখন স্বেচ্ছাচারিতার মাত্রা অতিক্রম করে এবং সরকারের প্রচ্ছন্ন ছায়ায় সীমাহীন দুর্নীতি হয়, তখন তার পতন ঠিক যেভাবে হয়, আওয়ামিলীগের দীর্ঘ দেড় দশক পর সেভাবেই পতন হয়েছে। ছাত্রদের আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে আওয়ামী দুঃশাসন ও স্বৈরতন্ত্রের ফলস্বরূপ। তবে খণ্ডিতভাবে এই আন্দোলন দেখার সুযোগ নাই, কেননা দীর্ঘ ১৬ বছর বিএনপি সভাসমাবেশ, বিক্ষোভ, হরতাল, অসহযোগ আন্দোল করে আসছিলো। জুলাই ২৪ আন্দোলনে অধিকাংশ ছাত্র রাস্তায় নামায় এবং বিএনপি- জামায়াত কর্মীরা ব্লকেডের মাধ্যমে তীব্র প্রতিরোধ গড়ে তোলায় সফলতা অর্জন হয়েছে। বৈষম্য বিরোধী স্বাস্থ্যবিষয়ক উপকমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী ১৫৮১ জন শহিদ এবং ২২ হাজারের বেশি আহত হয়েছে জুলাই-আগস্ট ২০২৪ অভ্যুত্থানে। এদের মধ্যে বিএনপি নেতাকর্মী বেশি।
তবে আন্দোলন পরিকল্পনা ও পরিচালনা করে ছাত্র সমন্বয়কারীরা। সেজন্য বিএনপির নেতাকর্মীরা ফ্রন্ট লাইনে থাকতে পারে নাই। বিএনপির রাজনীতিতে জামায়াতের সঙ্গে জোট আর হচ্ছে না, কেননা জামায়াত এবং বিএনপি বর্তমান বাংলাদেশের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় রয়েছে। বিএনপি তারেক রহমানকে ছাড়া তাদের রাজনৈতিক শক্ত অবস্থান নিতে পারবে না। তারেক রহমান বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশের জন্য জরুরি। বিএনপির প্রথম দরকার হচ্ছে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং দেশের মানুষের পাশে থেকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া। আশা করা যায়, জনাব তারেক রহমান নিজের যোগ্যতা দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে পারবে। তারেক রহমানের প্রতি সাধারণ ছাত্রজনতার সমর্থন ও সহযোগিতাই আগামীতে বিএনপিকে সরকার গঠন করার পথ তৈরী করে দিবে।