কোহলির বিরাট জয়, এবার কি বীরেন্দ্র শেবাগের রেকর্ড টপকাবেন

বিশ্ব ক্রিকেটে নিজের নাম অনেক আগেই সেরাদের তালিকায় লিখে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে শুধু হারানোই নয়, নিজের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন একাই। আলোচনা সমালোচনাকে দূরে সরিয়ে পাকিস্তান দলকে দুবাই থেকে করাচি পাঠিয়ে দিলেন বিরাট কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বিরাট জয় এনে দিলেন কোহলি। অন্য দেশের নিন্দুকরাও যেনো টিভি পর্দা থেকে চোখ ফেরাতে পারেননি বিরাট এর ব্যাটিং দেখা থেকে। এবার কি ভারতের অপর সাবেক তারকা ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগের রেকর্ড ভাঙতে চলেছেন।

টিম ইন্ডিয়া ২ বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। ২০০২ সালে ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্ট জয় করেছিল। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ভারত আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করে। তবে রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া তৃতীয়বার এই খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে। এই দলের অন্যতম সৈনিক বিরাট কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেবাগ এমন একটি রেকর্ড করেছিলেন, যা গত ২৩ বছর ধরে অক্ষুণ্ণ রয়েছে।

২০০২ সালে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোয় ১০৪ বলে ১২৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র শেবাগ। এই ১২৬ রানের মধ্যে ৯০ রান তো শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছিল। তিনি ২১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। আর এভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একটি ম্যাচে বাউন্ডারির দৌলতে তিনি সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছিলেন। এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এবার এটাই দেখার যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেবাগের এই রেকর্ড কেউ ভাঙতে পারেন কি না। প্রশ্ন হচ্ছে যে, ভাঙলে কে ভাঙতে পারেন শেবাগের এই রেকর্ড, এখানে অনেকের নাম সামনে আসতে পারে। প্রথমেই বিরাট কোহলির পর রোহিত শর্মার কথাও বলা হচ্ছে।
একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ডবল সেঞ্চুরি। ক্রিজে টিকে গেলে তিনি যে কী করতে পারেন, তা আমরা সকলেই জানি। তবে শুধু রোহিত নন, এই রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলিও। তাঁকে নিয়ে আলাদা করে বলার তো কিছুই নেই। তিনি ক্রিকেট বিশ্বে এক কিংবদন্তির আসন পেয়েছেন। তরুণ শুভমান গিল কিংবা শ্রেয়াস আইয়ারও এই রেকর্ড ভাঙতে পারেন। তাঁরা দুজনেই রয়েছেন আগুন ফর্মে। শেষ পর্যন্ত কি বীরেন্দ্রর রেকর্ড ভাঙবে? সেটাই এখন দেখার। বিরাট কোহলি পাকিস্তানের ম্যাচেই ১৪ হাজার রানের মাইলস্টোন-এ পৌঁছে গিয়েছেন। সেই সঙ্গে ১৫৮টি ক্যাচ ধরে টপকে গেলেন ভারতীয় সাবেক ঞিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন এর ১৫৬টি ক্যাচ ধরার রেকর্ডকে যা এতো দিন ছিলো ভারতীয় ঞিকেট এর ফিল্ডিং এর রেকর্ড।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে বেরিয়ে এলো ১১১ বলে ঝকঝকে ১০০ রান। ভারতের ম্যাচ জয়ের প্রয়োজনীয় রান কম থাকায় বিরাট কোহলিকে অপরাজিত ১০০ রানেই শেষ করতে হলো নিজের ব্যাটিং।