তামিমের জন্য দোয়া চেয়ে সাকিবের আবেগঘন পোস্ট

ক্রিকেটার তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান। তামিমকে নিয়ে আবেগময় পোস্ট দিয়েছেন ক্রিকেটের আরেক নক্ষত্র সাকিব। -এর আগে  বিকেএসপিতে  আজ সকালে তামিম হ্ঠাৎ অসুস্থ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তামিমের হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার হার্টে এনজিওগ্রামের মাধ্যমে  রিং স্থাপন করা হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, তামিম এখন কিছুটা সুস্থ আছেন কিন্তু অবজারভেশনে থাকবেন ২৪ ঘন্টা।

“মাঠের লড়াই মাঠেই থাক, রাজনীতি নিয়ে সমালোচনা অন্যখানে। দিনের শেষে, বাংলাদেশের জার্সিতে দীর্ঘদিন একসঙ্গে খেলা দুই মহাতারকার বন্ধুত্ব ও সম্মানটাই আসল। সাকিবের এই কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল। মতপার্থক্য থাকলেও, বিপদের সময় বন্ধুকে সাহস দেওয়া, দোয়া চাওয়া—এটাই বড় মনের পরিচয়।

নিম্নে পাঠকের জন্য সাকিবের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো- আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক। তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!