বিনা টিকেটে মেট্রোরেলে চলাচল করা যাচ্ছে আজ

ফেসবুকে অনেকেই পোস্ট দিয়ে জানাচ্ছেন, ফ্রিতে মেট্রোরেলে চলাচল করা যাচ্ছে আজ।

বেসরকারি চাকরিজীবী তপু আহমেদ সকাল ১০টার দিকে বলেন, ‘মতিঝিল স্টেশনে দেখলাম কার্ড পাঞ্চ নিচ্ছে না,মানে টিকিট লাগছে না। দায়িত্বরত কর্মীরা বলছেন,সমস্যা নেই,যান। লোকজন যাচ্ছে।

সকালে দেখা গেছে, যাদের এমআরটি কার্ড ও র‍্যাপিড পাস আছে, তারা সহজে পাঞ্চ করে যাতায়াত করতেছে। তবে টিকেট নেওয়া যাচ্ছে না। অনেকেই যাতায়াত করতেছে বিনা টিকেটে।

মেট্রোরেল কর্মীরা কর্মবিরতি পালন করছে আজ সকাল থেকে। একজন পুলিশ সদস্য দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মী মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করছে তারা।

রাতে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ‘সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’ ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে ছয়টি দাবি জানানো হয়।

মেট্রোরেল কর্মীদের দাবিগুলো হচ্ছে, আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা ওই পুলিশ সদস্যকে (এসআই মাসুদ) স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ওই ঘটনার সঙ্গে জড়িত সব পুলিশ সদস্যকে (কনস্টেবল রেজনুল, ইন্সপেক্টর রঞ্জিত) শাস্তি দিতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।  

মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে, এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে,  স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্য সব কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অফিশিয়াল পরিচয়পত্র  ও অনুমতি  ছাড়া কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে এবং আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কর্মীদের ধর্মঘটের কারণে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। চলাচল স্বাভাবিক আছে । তবে কোথাও কোথাও কোথাও রাজস্ব আয়ে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষ স্টেশনে স্টেশনে কর্মীদের সঙ্গে আলোচনা করছেন। সুরাহা হয়ে যাবে।