
নওগাঁর মান্দায় ইমারত নির্মাণ শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও শাহ আলম মিয়া।
শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটেডিয়াম রুমে ইউএনও শাহ আলম মিয়ার সভাপতিত্বে উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ ও ইমারত শ্রমিকদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার প্লানিং ডিজাইন কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্টের প্রকৌশলী জাকারিয়া শাহ সাজু।
সভায় ইমারত নির্মাণ আইন ১৯৫২, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ (বিএনবিসি) এবং ইমারত নির্মাণ বিধিমালা -১৯৯৬ সহ অন্যান্য প্রচলিত বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়।
এছাড়াও মতবিনিময় সভায় ছিলেন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল,মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, কসব ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অফিসের উপ সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, মান্দা ফায়ার সার্ভিস ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম,মান্দা থানা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মহির উদ্দিন জহির,সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।