
রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে নবনির্বাচিত নেতৃবৃন্দ কে শুভেচ্ছ জানিয়েছেন বাগমারার কৃতি সন্তান রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানান যে, গনতান্ত্রিক ভাবে বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির কাউন্সিল একটি মাইল ফলক। কাউন্সিলে পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটির ভোটাররা সুশৃংখল ভাবে তাদের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করায় তিনি ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এছাড়াও তিনি বাগমারার ভবানীগঞ্জে ফ্যাসিবাদের পতনের পর জাঁকজমকপূণ্য এবং ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে একটি শান্তিপূর্ণ কাউন্সিল ও সমাবেশ সম্পন্ন করায় জেলা নেতৃবৃন্দ কে স্বাগত জানান।
উল্লেখ্য রোববার (২৯ডিসেম্বর) ভবানীগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সাবেক মেয়র আব্দুর রাজ্জাক সভাপতি, আব্দুল মালেক সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে আহসান হাবিব নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল এর প্রধান নির্বাচন কমিশনার ও সম্মেলনে সভাপতিত্ব করেন শাহাদত হোসেন সরকার এবং নির্বাচন কমিশনার ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু ও আবু হেনা কামরুজ্জামান।