বেকার মুক্ত বাংলাদেশ গড়তে এক সার্কুলারে ১৮৫ জনের কর্মসংস্থান

রাজশাহী প্রতিনিধিঃ বেকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। চাকরির পাশাপাশি। বিগত কয়েক বছর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষিত ছাত্রছাত্রীদের কর্মসংস্থান ব্যবস্থা করে যাচ্ছেন। জব ইনফরমেশন গ্রুপের এডমিন রাসেল মাহমুদ ফিরোজ।
গত ২৫ তারিখ রাতে জব ইনফরমেশন গ্রুপের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর জাপানি ইকনোমিক জনের আড়াইহাজার নতুন প্রজেক্ট জন্য,এসেম্বলি ও প্রোডাকশন বিভাগে ৩০০ জন ভ্যাকেন্সি লোক নেওয়া হবে বলে একটি সার্কুলার প্রকাশ করে
সেই পোস্টি job information গ্রুপের মোডারেটরা সহ অনেকে ভাইরাল করে দেই রাসেল ভাইয়ের রেফারেন্সে বিভিন্ন পেজে ও গ্রুপে এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পোস্ট করে।
গত ২৮ তারিখে চাকরি জন্য ইন্টারভিউ দিতে যান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর জাপানি ইকনোমিক জনের আড়াইহাজার নতুন প্রজেক্টে জন্য হেমায়েতপুরের ফ্যাক্টরিতে মোট ৩১৭ জন গিয়েছিল সেখানে জব ইনফরমেশন গ্রুপের এডমিন রাসেল মাহমুদ ফিরোজের রেফারেন্সে ১৮৫ জনের চাকরি কনফার্ম হয়েছে এবং আগামী ডিসেম্বরের ৩০ তারিখে আরো ১৫০ জনের নিয়োগ হবে বলে জানিয়েছেন রাসেল মাহমুদ ফিরোজ তিনি আরো বলেন নতুন বছরের শুরুতে ২০২৫ সালের ১ই জানুয়ারি ১ তারিখে তাঁদের জয়েনিং ডেট।

২০১৮ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ১৫০০+ জনের চাকরী রাসেল মাহমুদ ফিরোজের প্রচেষ্টায় কনফার্ম হয়েছে।
রাসেল ভাই ২০২৩ এর মার্চে ৬৫ জনের চাকরির ব্যবস্থা করেছিল দেশের স্বনামধন্য একটি কোম্পানিতে, জব ইনফরমেশন গ্রুপের মাধ্যমে প্রতি মাসে ২০/ ৫০ জনের জবের বেবস্থা করা হয়। সকলের প্রচেষ্টাই জব ইনফরমেশন গ্রুপ বিনা সার্থে বেকারত্ব দূর করে চলেছে।
চলুন যেনে নেই রাসেল মাহমুদ ফিরোজ সম্পর্কে।
আস্থার নাম রাসেল মাহমুদ ফিরোজ, বিশ্বাসের স্থান রাসেল মাহমুদ ফিরোজ, ভরসার জায়গা রাসেল মাহমুদ ফিরোজ,পড়াশোনা শেষ করে চাকরাী না পাওয়া হাজার বেকার শিক্ষার্থীদের ভরসার জায়গা রাসেল মাহমুদ ফিরোজ, জব ইনফরমেশন গ্রুপের ৭০ হাজার সদস্যের প্রতিষ্ঠাতার নিবেদিত প্রাণ রাসেল মাহমুদ ফিরোজ।
নওগাঁর মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের শিলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদেরুজ্জামানের বড় ছেলে রাসেল মাহমুদ ফিরোজ, পিতা যেমন আদর্শ মানুষ গড়ার কারিগর,অপর দিকে ছেলে ও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের , চলুন যেনে আসি,রাসেল মাহমুদ ফিরোজের সম্পর্কে। যারা পড়াশোনা শেষ করেও কোন চাকরী পাননি, এইরকম শিক্ষিত বেকার বাংলাদেশে হাজারো আছে, তাঁদের কথা চিন্তা করে বেকারত্ব দূর করার জন্য, ঢাকার মধ্যে ও ঢাকার বাহিরে কর্ম সংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন।
গত ২০২৩ এর মার্চে ঢাকার একটি ডিজিটাল আইটি প্লাটফর্ম প্রতিষ্ঠানে রাসেল মাহমুদ ফিরোজের কঠোর প্রচেষ্টায় ৬৫ জনের চাকরী ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং প্রতিনিয়ত দেশ ও দেশের মানুষের কথা ভেবে, বেকারত্ব দূর করার জন্য
২০১৮ সাল থেকে ২০২৩ সাল,পর্যন্ত ১৫০০+ জনের চাকরী রাসেল মাহমুদ ফিরোজ ও মডারেটরস দের প্রচেষ্টায় কনফার্ম হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠান হলো, হোন্ডা বাংলাদেশ লি,ট্রান্সকম লি, স্যামসাং মোবাইল কোম্পানি, ভিভো মোবাইল কোম্পানি, ফাইভস্টার, শাওমি, হামীম গ্রুপ, বিলট্রেড ফয়েল, উর্মি গ্রুপ, ট্রেড পার্টনার লি, মাই হোম প্রোপার্টিস রাজশাহী, সিটি ইঞ্জিনিয়ারিং কো, আদমজী ইপিজেড, সাভার ইপিজেড সহ অনেক নামী,দামি দেশি, বিদেশী,কোম্পানিতে অনেক লোক কর্মরত আছেন
এছাড়া ও ঢাকা, ও ঢাকার বাহিরে কয়েক হাজার শিক্ষিত বেকার ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে আচ্ছেন,
জব ইনফরমেশন গ্রুপের সম্মানিত অ্যাডমিন রাসেল মাহমুদ ফিরোজ ও মোডারেটর আছে ১৫ জন। সাদিকুল ইসলাম, আশিকুর রহমান মিজান, নাহিদ হাসান,আরিফুল হক আলিফ ,রনি হোসাইন,মিজানুর রহমান রিয়াদ,মিনহাজ আলম, আল মারুফ, রায়হান আলী, তানজিলা রুনু, ফারজানা ইয়াসমিন, জান্নাতুল ঐশী, আব্দুর রহিম, সাইফুল ইসলাম।
অনেকের কঠোর পরিশ্রমে বেকারত্ব দূর করার জন্য সম্মানিত মোডারেটর গণ অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একটা ছেলে চাকরি না পেলে কি হয় সে জানে আর তাঁর পরিবার জানে। বেকারত্ব দূর করার জন্য মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করে যাচ্ছেন রাসেল মাহমুদ ফিরোজ,ও তাদের জব ইনফরমেশন গ্রুপ।