
লুটেরা পরিবার, গণতন্ত্র ধ্বংসকারী পরিবার ও বিনাশকারী পরিবার, যাঁরা এদেশকে দুর্নীতির রাষ্ট্র বানিয়েছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে চার হাজার কোটি টাকা লোপাট করেছে এই পরিবার, যা দুর্নীতিদমন কমিশন তদন্ত শুরু করেছে।
আজ এক প্রতিবাদ সভার বক্তব্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবদুস সালাম।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন আজ ৩০ ডিসেম্বর (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করে ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবদুস সালাম বলেন, অনেকে বলছে ভোটের জন্য জুলাই আন্দোলন করে নাই, এটা ঠিক না। ভোটের অধিকারের জন্যই মানুষ রাস্তায় নেমে এসেছে, গত ১৫ বছরে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার, নিরাপত্তার অধিকার, স্বাধীনতার অধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল।
তিনি আরও বলেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এদেশের মানুষের নিরাপত্তা দিবে। একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করার জন্য ইউনূস সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন।