কর্মক্ষেত্রে ২০২৪ সালে দুর্ঘটনায় নিহত ৯০৫ জন এবং আহত ২১৮ শ্রমিক। এই নিহত ও আহত শ্রমিকদের সংখ্যা গত বছরের চেয়ে কমেছে। গত ২০২৩ সালে নিহত হয়েছিলো ১৪৩২ জন এবং আহত হয়েছিলো ৫০২ জন।
বেসরকারি সংস্থা বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৫ টি দৈনিক সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের সমন্বয়ক মাহমুদা সুলতানা স্নিগ্ধা।
সেক্টর ভিত্তিক তথ্য অনুযায়ী ২০২৪ সালে পরিবহন খাতে সর্বোচ্চ ৫২২ জন শ্রমিক নিহত হয়েছে, ১৪৮ জন দিনমজুর নিহত হয়েছেন, নির্মাণ খাতে নিহত হয়েছেন ৬২ জন, কৃষি খাতে নিহত হয়েছেন ৬১ জন, মৎস খাতে নিহত হয়েছেন ২৫ জন, পোশাক শিল্পখাতে ৫ জন, জাহাজ খাতে ১১ জন এবং বিভিন্ন সেবাখাতে ২৪ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনা কমাতে এই সংগঠন বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেছেন- শ্রম আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। মালিক শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে সেইফটি কমিটি গঠন করা। সকল সেক্টরে সেফটি অডিট চালু করাসহ দশটি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোড় দাবি জানান।
২০৩০ সালের টেকসই উন্নয়ন অভীষ্ট -৮ -এর লক্ষ্য অর্জনের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে এই সংগঠন।