
রাজশাহীর বাগমারায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভ ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
রবিবার দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন চাইসারা গ্রামের শুকুর আলীর ছেলে মাসুদ রানা,জিয়াপাড়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আকরাম আলী জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতদের নাম ওয়ারেন্টভুক্ত হয়েছিল। তারা পুলিশকে ফাঁকি দিয়ে এলাকা চলাফেরা করতো। গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।