ভোলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালের ১জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। ছাত্রদল সভাপতি প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুন্নার নেতৃত্বে বুধবার (০১ জানুয়ারি ২৫) সকাল ১১ টায় ছাত্রদলের কর্মী নিয়ে ভোলা সরকারি কলেজ থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী মো. সাজ্জাদ হোসেন মুন্না, সাধারণ সম্পাদক প্রার্থী আল আমিন হাওলাদার। অন্যান্যের মধ্যে জাহাঙ্গীর হোসেন, রাসেল আহমেদ প্রমুখ। পথসভায় ছাত্রদল নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা রাজপথে ছিলাম, আগামীতেও থাকবো। তিনি আরও বলেন, এই ভোলায় কেউ যেনো অন্যায় এবং দালালি না করতে পারে সেসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে । ইতিমধ্যে মামলার নামে অনেক কে হয়রানি ও বাণিজ্য হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি।