মান্দায় সমবায় সমিতি নেসডো গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা, প্রতিবাদে গ্রাহকের মানববন্ধন

নওগাঁয় মান্দায় বেসরকারি সংস্থা নওগাঁ অর্থনৈতিক ও সমাজ উন্নয়ন সংস্থা (নেসডো) ও সমতা গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা। এর প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টার দিকে প্রসাদপুর বাজার চৌরাস্তায় ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের সামনে ভুক্তভোগী সদস্যরা মানববন্ধন করেছে।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, দেলুয়াবাড়ি বাজারে কয়েক বছর থেকে বেসরকারি সংস্থা নওগাঁ অর্থনৈতিক ও সমাজ উন্নয়ন সংস্থা (নেসডো) নামে একটি প্রতিষ্ঠান ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।আমানতকারীদের লাখে মাসে ২ হাজার টাকা মুনাফা দিতেন প্রতিষ্ঠানটি।
উপজেলার বিভিন্ন স্থানে এ সংস্থার শাখা রয়েছে। উচ্চ মুনাফার ফাঁদে পড়ে গ্রামের সহজ-সরল শত শত মানুষ কোটি কোটি টাকা আমানত রাখে। ২ জানুয়ারি সংস্থার সব কার্যক্রম বন্ধ করে দিয়ে রাতের আধারে প্রায় ৫ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার কর্মকর্তা কর্মচারিরা ।
ভুক্তভোগি সদস্য আব্দুর রাজ্জাক বলেন আমি ৫ লক্ষ সঞ্চয় রেখেছি কিছু টাকা পেয়েছি। এখন শুনতেছি ওরা অফিসে তালা দিয়ে পালিয়ে গেছে। অফিসের স্যারদের ফোন দিয়েছি কিন্ত ফোন বন্ধ। কি করব ভেবে পাচ্ছি না। শহীদা বেগম বলেন ৬ মাস আগে দেড় লক্ষ টাকা জমা রেখেছি এখনো এক টাকাও পায়নি। গত পরশু শুনতে পেলাম রাতের আধারে অফিসে তালা দিয়ে পা়লিয়ে গেছে। পারভিন বলেন আমি ৮০ হাজার টাকা জমা রাখি ৫ হাজার টাকা পেয়েছি এখন কি হবে বুঝতে পারিছ না।
মানববন্ধন শেষে ভুক্তভোগি সদস্যরা উপজেলা নির্বাহী
অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।