মান্দায় গভীর নলকুপ দখলকে কেন্দ্র করে ভাংচুর-দুপক্ষের উত্তেজনা


নওগাঁর মান্দায় গভীর নলকুপ দখলকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার বাদলঘাটা গ্রামের বিদ্যুৎ প্রামাণিক গংরা গভীর নলকুপ ঘরে ভাংচুর চালিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
সোমবার বিকালে উপজেলার বাদলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন, উপজেলার বাদলঘাটা গ্রামের নুর-মোহাম্মাদের ছেলে সেলিম রেজা।
ভুক্তভোগী সেলিম রেজা জানান, ১৬ বছর পূর্বে জমি বন্ধকী রেখে অনেক টাকা পয়সা খরচ করে আমাদের নিজ খতিয়ান ভুক্ত জমিতে গভীর নলকুপ স্থাপন করি।গভীর নলকুপটি স্থাপনের এক বছর পর আ.লীগ নেতা অর্থাৎ অভিযুক্তের চাচা ১৬ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন। সরকার পরিবর্তনের পর অভিযুক্ত বিদ্যুৎ প্রামাণিক নব্য বিএনপি সেজে আবারো অপারেটর হয়েছেন। দূর্নীতিবাজ বিএমডিএর সহকারি প্রকৌশলীর যোগসাজসে আওয়ামীলীগের নেতা গভীর নলকুপ পরিচালনা করার চেষ্টা করছেন। নব্য বিএনপি সেজে গভীর নলকুপের অপারেটরের নিয়োগ নিয়েছেন। এর দ্রুত আমরা অপসারণ চাই।
অভিযুক্ত বিদ্যুৎ প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বৈধ অপারেটর। আমাকে গভীর নলকুপ পরিচালনা করতে দিবে না বলে তারা বাঁধা প্রদান করছেন। আমি ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ পদে আছি।


এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, এ বিষয়ে কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।