ফার্মাসিস্ট রোগী দেখেন নিজের চেম্বারে, লিখিত অভিযোগ করেও নেই প্রতিকার

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলা হাটমাধনগর উপঃ স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ্লোমা ফার্মাসিস্ট অনুপ কুমার এর বিরুদ্ধে হাটগাঙ্গোপাড়া বাজারে ডাক্তার না হলেও নামের আগে ডাক্তার লাগিয়ে নিজে বিলাশ বহুল চেম্বার বানিয়ে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানা যায় এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠে।

এ নিয়ে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও রাজশাহী সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায় অনুপ কুমার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ করে আসছে এলাকাবাসী।

অনুপ কুমার নিবন্ধিত ডাক্তার না হয়েও হাটগাঙ্গোপাড়া বাজারে বাড়ীগ্রাম মোড়ের অবিনাশ ভবনে বিলাশ বহুল ভবনে ব্যক্তিগত চেম্বার খুলে টাকার বিনিময়ে রোগী দেখেন। চেম্বারে কাটা সেলাইসহ ছোটখাটো অপারেশনও করেন দেদারসে। প্রেসক্রিপশনও দেন নিয়মিত। এছাড়া চাকরির সুবাদে উপজেলা হাটমাধনগর উপঃ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর থেকে বিভিন্ন ধরনের ওষুধ তার প্রাইভেট চেম্বারের রোগীদের কাছে বিক্রি করেন।

শুধু তাই নয়,ইতি পূর্বেও গত২০২৩ সালের ২৬ফেব্রুয়ারি “রাজশাহীর ভূয়া ডাক্তারের ছড়াছড়ি” শিরোনাম সহ একাধিক গনমাধ্যমে তার নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে সংবাদ প্রকাশ হয়েছিলো তবুও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।এমনকি বরং তার বিরুদ্ধে কোন কথা বললেই হুমকির শিকার হতে হয় বলেন জানান অভিযোগকারি।

এবিষয়ে রাজশাহী ডিপুটি সিভিল সার্জন ডাঃ মোসাঃ মাহবুবা খুতুন বলেন এখন জেলা সিভিল সার্জন নেই, নিয়োগ হলে প্রয়োজনে আবারো অভিযোগ করতে হবে বলে পরামর্শ দেন।