
খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আলী ইমাম মজুমদার।
গত ২০ ডিসেম্বর উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যাবার কারণে এতোদিন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলো না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
আলী ইমাম মজুমদার প্রথমে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন।পরবর্তীতে উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং প্রধান উপদেষ্টার দপ্তরে থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিচালনা করেন। এরপর তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।