জুলাই বিপ্লবের বিচার নিশ্চিত করতে হবে

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল তিনটায় জাতীয় জাদুঘরের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই সমাবেশ শুরু হয়। এতে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। 

সংশ্লিষ্টরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও আন্দোলন দমনে সংঘটিত বর্বরতার বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। জুলাই ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করা হচ্ছে। সেজন্য ‘মার্চ ফন ইউনিটি এন্ড জাস্টিস’ শিরোনামে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনের সময় যারা নির্যাতন ও হত্যায় জড়িত ছিল তাদেরও বিচার করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, ৭২ এর সংবিধান বাতিল কর‍তে হবে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একদলীয় সংবিধান দিয়ে হবে না। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন- আপনাদের বহুদলীয় গণতন্ত্রের সূচনাকে আমরা শ্রদ্ধা করি, তবে জুলাই বিপ্লবের শহিদের বিচার আগে করতে হবে।