
৬ গোলে বিজয় আর্জেন্টিনার। কিংবা ৬ গোল খেয়ে আর্জেন্টিনাকে থামাতে পারল ব্রাজিল।
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল রাতে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ গোল হজমের পরও হাঁফ ছেড়েছে ব্রাজিলের সমর্থকেরা। ৭ গোল তো হজম করতে হয় নাই এবার। আবার যে ফিরে আসত ১১ বছর আগের সেই ‘সেভেন আপে’র দুঃস্বপ্ন।
২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে গোলগুলো হজম করায় অনেক হাস্যরস হয়ছে ব্রাজিলকে নিয়ে। একবার ভাবুন তো, এখন কী করবে ব্রাজিল সমর্থকেরা।